দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এ সময়ে দুজনের মৃত্যু হয়েছে। এদিকে, রাজধানীর পাশাপাশি অন্যান্য জেলায়ও বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২০ জন। এদের মধ্যে ঢাকায় ৬১৮ জন এবং ঢাকার বাইরের ৪০২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ৬৩০ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতে রয়েছে দুই হাজার ৩৫০ জন, আর বাকি এক হাজার ৩৫০ জন ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের।
এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ১৫১ জন রোগী ভর্তি হয়েছে, ছাড়া পেয়েছে ৩৩ হাজার ৩৮৫ জন এবং মারা গেছে ১৩৬ জন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply