জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দল জর্জর সমালোচনার বাণে। মাঠের পারফরম্যান্স, মাঠের বাইরে সমস্যা সব নিয়ে আগামীকাল রোববার ব্রিসবেনের গ্যাবায় নামবে বাংলাদেশ।
ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে আসেননি অধিনায়ক সাকিব আল হাসান। এলেন বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম। সংবাদমাধ্যমের সামনে বেশ নির্ভারই ছিলেন তিনি, যা তাঁর কথাবার্তায় যা স্পষ্ট।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ভরাডুবি প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়াও নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরেছে। সব দিন আপনার সমান যাবে না। একদিন খারাপ যাবে, আরেকদিন ভালো। ক্রিকেটে আবেগের কোনো জায়গা নেই। যা হয়েছে তা ভুলে পরের ম্যাচে লক্ষ্য স্থির করেছি।’
জিম্বাবুয়ে দারুণ ফর্মে আছে। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ফেলতে পারে বাংলাদেশকে। ফিরে আসার বদলে অঘটনের শিকার না হয়ে বসে টাইগাররা! সেটি নিয়েও উদ্বিগ্ন নন শ্রীরাম। ‘ছেলেরা জানে কাদের সঙ্গে খেলতে নামছে। প্রতিপক্ষকে ওরা ভালো করে চেনে। জিম্বাবুয়ে নিঃসন্দেহে চমৎকার খেলছে, তা অস্বীকার করার জো নেই। আমরাও তৈরি’, এভাবেই জবাব দিলেন তিনি।
মাঠের বাইরে দলকে উজ্জীবিত করার সব টোটকাই প্রয়োগ করেছেন শ্রীধরণ শ্রীরাম। খেলোয়াড়দের হাতে বাকিটুকু। বদলে যাওয়া জিম্বাবুয়ে যে সহজে ছেড়ে দেবে না, তা বুঝেছেন টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট নিজেও। এখন মাঠে বাংলাদেশ দল কেমন করে সেটাই দেখার অপেক্ষা!
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply