ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বাদশ রাউন্ডের খেলায় কিং পাওয়ার স্টেডিয়ামে শুরু থেকেই লেস্টার সিটিকে চেপে ধরে ম্যানচেস্টার সিটি। সর্বশেষ তিন অ্যাওয়ে ম্যাচে গোল না পাওয়া সিটি যেন পণ করেই নামে গোল দেওয়ার। গোলমেশিন আর্লিং হল্যান্ডকে ছাড়া নামলেও পেপ গার্দিওলার শিষ্যরা মরিয়া হয়ে ওঠে গোলের জন্য। শেষ পর্যন্ত গোলখরা কাটিয়ে ১-০ গোলের জয় নিয়ে ফেরে ম্যানসিটি।
ম্যাচের ৯ মিনিটে প্রথম সুযোগ পায় সিটি। জুলিয়ান আলভারেজের হেড রুখে দেন লেস্টার গোলরক্ষক ড্যানি ওয়ার্ড। ১৭ মিনিটে ওয়ার্ড ফেরান বার্নাদো সিলভার শট। প্রথমার্ধে লেস্টারের গোলমুখে ১০টি শট নিলেও, পায়নি গোলের দেখা।
বিরতি থেকে ফিরে আরও মরিয়া হয়ে ওঠে ম্যানসিটি। ৪৯ মিনিটে ফ্রি-কিক থেকে চোখ ধাঁধানো গোল করে কেভিন ডি ব্রুইনে। ২৫ গজ দূর থেকে নেওয়া সিটিজেনদের অন্যতম প্রাণভোমরার দুরন্ত শট ঠেকাতে গিয়েও পারেননি ওয়ার্ড।
এর মিনিট চারেক বাদে লেস্টার সমতা প্রায় ফিরিয়ে এনেছিল। ম্যানসিটি গোলরক্ষক এডারসন রক্ষা করেন সেই যাত্রায়। পুরো ম্যাচে অসাধারণ শৈলীর প্রদর্শন করেছে দুই গোলরক্ষকই। প্রথম ২০ মিনিট কোনো আক্রমণ করতে না পারা লেস্টার পরে শানিয়েছে বেশ কয়েকটি গোছালো আক্রমণ। তবে তাতে ম্যাচে ফেরা হয়নি।
ম্যাচে ম্যানসিটির ১৫টি শটের জবাবে লেস্টারও নেয় ১০টি শট। তবে, ডি ব্রুইনের একমাত্র গোল গড়ে দেয় পার্থক্য। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে আর্সেনালকে হটিয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে ম্যানসিটি। ১২ ম্যাচে ২৯ পয়েন্ট ম্যানসিটির, এক ম্যাচে কম খেলে আর্সেনালের সংগ্রহ ২৮ পয়েন্ট।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply