ডেস্ক রিপোর্ট :
ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানার পর দেশের বিভিন্ন অঞ্চলে হালকা শীতের আমেজ পড়তে শুরু করেছে। শনিবার (২৯ অক্টোবর) রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা কুয়াশার চাদরে একেবারে ঢেকে গেছে। এ অবস্থায় দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলাসহ শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
ঢাকা-আরিচা মহাসড়কে মধ্যরাত থেকেই পড়তে থাকে কুয়াশা। এতে সামান্য দূরের জিনিসও চোখে পড়ছিল না। সকাল সাড়ে ৬টায় সাভার থেকে তোলা ছবি।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এদিকে আগামী তিন দিনের (৭২ ঘণ্টা) আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।এদিকে, প্রায় এক সপ্তাহ ধরে উত্তরাঞ্চলে হালকা ঠান্ডা পড়ছে। ভোরের দিকে কুয়াশার দেখা মেলে। তবে আজ শনিবার ভোরে ঢাকা ও এর আশপাশের এলাকায় কুয়াশার দাপট বেশ চোখে পড়ছে। গত কয়েক দিনের তুলনায় এ দাপট অনেকটাই বেশি।যদিও শীত নামতে এখনও কিছুটা দেরি। তবে শনিবারের কুয়াশা দেখে কেউ কেউ বিষয়টিকে শীতের পদধ্বনি বলে মনে করছেন। ভোরের ঘন কুয়াশায় সামান্য দূরের জিনিসও চোখে পড়ছিল না। সকালে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে সড়ক-মহাসড়কে চলাচল করতে দেখা গেছে।শুধু তাই নয়, মৌসুমের প্রথম কুয়াশায় ভোর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। আড়াই ঘণ্টা পর কুয়াশা কমে গেলে সকাল ৮টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ফেরি ছেড়ে যায়। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক আছে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply