মার্কিন স্যাটেলাইট ধ্বংসের হুমকি দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :
এবার মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাণিজ্যিক স্যাটেলাইট ধ্বংসের হুমকি দিল রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কনস্তানতিন ভোরোনতসভ এই হুমকি দিয়েছেন।

তিনি বলেছেন, “যুদ্ধে পশ্চিমাদের স্যাটেলাইটগুলো যদি ইউক্রেনকে সহায়তার কাজে ব্যবহার করা হয়, তাহলে সেগুলো রাশিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।”

তিনি বলেন, “বিশ্ব রাজনীতিতে পশ্চিমাদের অধিপত্য বাড়াতে আমেরিকা ও তার মিত্ররা মহাকাশ সংশ্লিষ্ট প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে। পশ্চিমা স্যাটেলাইটগুলো ব্যবহার করে ইউক্রেনকে সহায়তা চরম বিপজ্জনক একটি প্রবণতা।”

ইউক্রেন যু্দ্ধে পশ্চিমা স্যাটেলাইটের ব্যবহারকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে রুশ এই কর্মকর্তা বলেন, “এর জবাবে স্বাভাবিকভাবেই তাদের বেসামরিক স্যাটেলাইটগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হতে পারে। এই বেসামরিক স্যাটেলাইটগুলোর মধ্যে বাণিজ্যিক স্যাটেলাইটও রয়েছে।”

হামলার হুমকি দিলেও কনস্তানতিন ভোরোনতসভ নির্দিষ্ট কোনও স্যাটেলাইট প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি। তবে চলতি মাসের শুরুর দিকে মার্কিন শীর্ষ ধনী ইলন মাস্ক জানিয়েছিলেন, তার রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স ইউক্রেনে স্টারলিংক ইন্টারনেট চালু রাখবে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *