ইনিংসের শুরুটা হয়েছিল দারুণ। শুরুর জুটিতে বড় ইনিংসের আভাস দেয় জিম্বাবুয়ে। কিন্তু এই জুটি ভাঙলে সেই আশা ফিকে হয়ে যায় জিম্বাবুয়ের। বল হাতে চমক দেখালেন মোহাম্মদ ওয়াসিম ও শাদাব খান। দুই বোলারের দাপটে শেষ পর্যন্ত অল্পতেই শেষ জিম্বাবুয়ে।
গ্রুপ ‘বি’-তে দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে পাকিস্তান-জিম্বাবুয়ে। পার্থে ম্যাচটিতে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩০ রান করতে পারে জিম্বাবুয়ে।
দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন শন উইলিয়ামস। ২৮ বলে তিনটি বাউন্ডারি হাঁকান তিনি। এ ছাড়াও ১৯ রান করেন ক্রেইগ আরভিন। ১৭ রান আসে মাধাভেরের ব্যাট থেকে।
আজ প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের মুখ দেখার প্রত্যাশায় মাঠে নেমেছে উভয় দল।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে শেষ বলে হার মানে পাকিস্তান। অপরদিকে হোবার্টের বৃষ্টির আশীর্বাদে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নেয় জিম্বাবুয়ে। দুই দলই এখনও জয়ের মুখ দেখেনি। আসরে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই।
ভারতের কাছে স্নায়ুর যুদ্ধে হার মানে পাকিস্তান। ম্যাচ শেষেই ড্রেসিংরুমে পাকিস্তান অধিনায়ক বাবর আজম দলকে উজ্জীবিত করেন। যা নিঃসন্দেহে প্রশংসনীয়। জিম্বাবুয়ের প্রেরণা গ্রুপ পর্বে চমৎকার ক্রিকেট খেলে সুপার টুয়েলভে জায়গা করে নেওয়া। বৃষ্টিস্নাত প্রথম ম্যাচেও ব্যাটিংয়ে আহামরি খারাপ খেলেনি তারা। তবে আজ খুব একটা ভালো করতে পারেনি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply