স্পোর্টস ডেস্ক :
জিম্বাবুয়ে আজ কোনো অঘটন ঘটায়নি। পরিষ্কার করে বললে লড়াই করেই জিতেছে। আর এই হারের মধ্য দিয়েই অনিশ্চয়তার সুতোয় ঝুলছে পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য।
তাই এমন ম্যাচে হেরে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম জানালেন, দলের খেলায় তিনি মোটেও সন্তুষ্ট নন বরং তীব্র হতাশ।
বাবর বলেন, ‘আমার দলের পারফর্ম্যান্স খুবই হতাশাজনক। আমরা ব্যাটে কোনোভাবেই ভালো করতে পারিনি। চাইলে আমরা ১৩০ রান করতেই পারতাম, তবে আমরা তা করতে পারিনি।’
বাবরের ভাষায় এখন তারা ভুল থেকে শিখছেন, ‘আমরা এখনও বসছি, ভুল নিয়ে আলোচনা করছি এবং কঠোর অনুশীলন করছি। নেক্সট ম্যাচে আমরা কামব্যাক করবো।’
বাবর ভুল থেকে শিখছেন, তবে সেমিফাইনালের ট্রেন তাদের জন্য অপেক্ষা করবে কিনা সেটা দেখার অপেক্ষায় পাকিস্তানের ক্রিকেট ভক্তরা।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply