স্পোর্টস ডেস্ক :
সাউথ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বড় হার, তাতেই হতাশা চারিদিকে। তার মাঝেই শোনা গেল আরও একটা বঞ্ছনার খবর, বাংলাদেশ ক্রিকেট দলকে নাকি সিডনি ক্রিকেট স্টেডিয়ামের মূল ড্রেসিংরুমে যেতে দেওয়া হয়নি।
আর তার পেছনে কাজ করেছে ভারত-নেদারল্যান্ডস ম্যাচ। কারণ ভারতীয়দের জন্যই নাকি ছিল সিডনির সব আয়োজন। টাইগাররা সেখানে উপরি অতিথির মতো।
বাংলাদেশ ক্রিকেট দলের কর্মকর্তারাও ঘটনার সত্যতা শিকার করে জানিয়েছেন, তাদের মূল ড্রেসিং রুমের বদলে দেওয়া হয়েছিল রাগবির ড্রেসিং রুম। সেখান থেকে নাকি খেলাটাই ঠিকঠাক দেখা যায়নি।
অন্যদিকে টিম বাস দেরিতে আসায় সাকিব আল হাসানের দলকে ম্যাচ শেষে ড্রেসিংরুমের পার্কিংয়ে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে।
ফলে একরকম দাঁড়িয়ে দাঁড়িয়েই নেদারল্যান্ডস আর ভারতের খেলা কিছুক্ষণ দেখেছেন মুস্তাফিজ-লিটনরা।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply