1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

বড় অঘটন ! ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে দিল আয়ারল্যান্ড!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৭৯ Time View
স্পোর্টস ডেস্ক :

ম্যাচটি বাঁচা-মরার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলতে হলে এই ম্যাচে জিততেই হতো ওয়েস্ট ইন্ডিজকে। এমন ম্যাচে পাত্তাই পেলো না ক্যারিবীয়রা। দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা হেরে গেছে আয়রল্যান্ডের কাছে।

আজ শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে আয়ারল্যান্ড ৯ উইকেটের বড় ব্যবধানে জেতে। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ১৪৬ রান গড়ে। আয়ারল্যান্ড এক উইকেট হারিয়ে ১৫০ রান করে।

তাই দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ চলমান আসরের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায়। আইরিশরা পরের পরের পর্বের টিকেট পেয়ে যায়।

এই প্রথম কোনো চ্যাম্পিয়ন দল সুপার টুয়েলভে উঠতে ব্যর্থ হয়। সেদিক থেকে লজ্জার রেকর্ডে গড়ে ক্যারিবীয়রা।

হবার্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে দেড়শর কাছাকাছি রান করে। হাফসেঞ্চুরি করেন ব্র্যান্ডন কিং। বল হাতে নজর কাড়েন গ্যারেথ ডেলানি।

কিং ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ৬২ রান করেন। এছাড়া জনসন চার্লস ২৪, এভিন লুইস ১৩, নিকোলাস পুরান ১৩ ও ওডিন স্মিথ ১৯ রান করেন। ডেলানি ১৬ রান খরচায় তিন উইকেট নেন।

আয়ারল্যান্ড ১৭.৩ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে। ১৫ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জেতেন আইরিশরা। পল স্টার্লিং দুর্দান্ত হাফসেঞ্চুরি করেন। তিনি ছয়টি চার ও দুটি ছক্কায় ৪৮ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন। লরকান টাকার অপরাজিত থাকেন ব্যক্তিগত ৪৫ রানে। অধিনায়ক অ্যান্ডি ৩৭ রান করে আউট হন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একমাত্র উইকেটটি নেন আকিল হোসেন। ম্যাচসেরার পুরস্কার জেতেন গ্যারেথ ডেলানি।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ : ১৪ ওভারে ১৪৬/৫ ( চার্লস ২৪, লুইস ১৩, কিং ৬২*, পুরান ১৩, স্মিথ ১৯*; ম্যাককার্থি ৪-০-৩৩-১, ক্যাম্পার ২-০-২৮-০, সিমি ২-০-১১-১, ডেলানি ৪-০-১১-৩)।

আয়ারল্যান্ড : ১৭.৩ ওভারে ১৫০/১ (স্টার্লিং ৬৬*, বালবার্নি ৩৭, টাকার ৪৫*; ম্যাককয় ৩.৩-০-২৭-০, আকিল ৪-০-৩৮-১, জোসেফ ৪-০-৩৯-০, স্মিথ ২-০-২৩-০, হোল্ডার ৪-০-২৩-০)।

ফল: আয়ারল্যান্ড নয় উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : গ্যারেথ ডেলানি।

এটিভি বাংলা / হৃদয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech