আগামী মাসে মাঠে গড়াবে ক্রীড়াঙ্গনের মেগা আসর ফুটবল বিশ্বকাপ। যখন ফুটবলের মোহে বুঁদ হয়ে থাকবেন ভক্তরা তখনই বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ফুটবল বিশ্বকাপের মাঝামাঝি বাংলাদেশে আসবে রোহিত শর্মার দল।
দুটি সিরিজ খেলতে আগামী ১ ডিসেম্বর বাংলাদেশে পা রাখবে ভারত জাতীয় দল। সফরে তিনটি ওয়ানডে হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। অন্য দুটি টেস্টের একটি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আর শেষটি হবে ঢাকায়।
সবশেষ ২০১৫ সালে বাংলাদেশে এসে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল ভারত। সেবার তিনটি ওয়ানডে এবং একটি টেস্ট খেলেছিল দুদল। এবার একটি বেশি খেলবে।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ৪ ডিসেম্বর। পরের দুটি হবে ৭ এবং ১০ ডিসেম্বর। এরপর দুদল যাবে চট্টগ্রামে। সেখানে ১৪ ডিসেম্বর শুরু হবে প্রথম টেস্ট। ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্ট গড়াবে ২২ ডিসেম্বর।
বাংলাদেশ-ভারত সিরিজের সময়সূচি :
৪ ডিসেম্বর, ২০২২ প্রথম ওয়ানডে ঢাকা
৭ ডিসেম্বর,২০২২ দ্বিতীয় ওয়ানডে ঢাকা
১০ ডিসেম্বর, ২০২২ তৃতীয় ওয়ানডে ঢাকা
১৪–১৮ ডিসেম্বর, ২০২২ প্রথম টেস্ট চট্টগ্রাম
২২–২৬ ডিসেম্বর,২০২২ দ্বিতীয় টেস্ট মিরপুর
Leave a Reply