ক্ষমতাগ্রহণের মাত্র ৪৫ দিনেই পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। আজ বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। খবর বিবিসির।
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের কাছে বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দেন যুক্তরাজ্যের সবচেয়ে অল্প সময় ক্ষমতায় থাকা এই কনজারভেটিভ নেতা।
এদিন সাংবাদিকদের সামনে নিজের পদত্যাগের কারণ সম্পর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছিলাম, তা বাস্তবায়ন করতে না পারায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি স্বীকার করছি যে, প্রতিশ্রুতির ভিত্তিতে কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত হয়েছিলাম, তা দিতে পারব না।’
ট্রাস জানান, তিনি বিশাল অর্থনৈতিক ও আন্তর্জাতিক অস্থিতিশীলতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply