বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের শুরুর ম্যাচেই চমক দেখায় নামিবিয়া। হারিয়ে দেয় এশীয় চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। এশিয়ান চ্যাম্পিয়নদের হারিয়ে উড়তে থাকা নামিবিয়াকে এবার মাটিতে নামাল নেদারল্যান্ডস। নিজেদের দ্বিতীয় ম্যাচেই ডাচদের কাছে হারল নামিবিয়া।
আজ মঙ্গলবার বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস।
জিলংয়ের সেই সাইমন্ডস স্টেডিয়ামে এদিন ডাচদের সামনে ব্যাট হাতে নড়বড়ে ছিল গেরহার্ড এরাসমাসের দল। দুই দিন আগের নামিবিয়াকে আজ খুঁজেই পাওয়া গেলো না।
এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে মাত্র ১২১ রান করে নামিবিয়া। টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ৩৩ রান করে ৩ উইকেট হারায় নামিবিয়া। টপ অর্ডাররা খুব একটা থিতু হতে পারেননি। ওপেনার লিঙ্গেন করেন ২০ রান।
উইকেটে থেকে কিছুটা লড়াই করেন জ্যান ফ্রাইলিংক। কিন্তু তাঁকেও বেশিক্ষণ টিকতে দেয়নি ডাচরা। তাঁর প্রতিরোধ ভাঙে ৪৮ বলে ৪৩ রান করে। তিনি ফিরলে শেষ পর্যন্ত ১২১ রানে থেমে যায় নামিবিয়া।
ডাচদের পক্ষে ডি লিড সর্বোচ্চ দুটি উইকেট নেন। একটি করে পান প্রিঙ্গেল, কলিন অ্যাকারম্যান, পল ফন মিকেরেন ও রুলফ ফন ডার মারউই।
জবাব দিতে নেমে খুব একটা সহজে জেতেনি ডাচরাও। জয় পেতে শেষ ওভার পর্যন্ত লড়েছে তারা। শেষ পর্যন্ত তিন বল হাতে রেখে জয়ের দেখা পায় নেদারল্যান্ডস।
ব্যাট হাতে দুর্বল নামিবিয়া বল হাতে তাতিয়ে দিল ডাচদের। তবে শেষ পর্যন্ত ছোট লক্ষ্য থাকায় জিতে গেল নেদারল্যান্ডস। ডাচদের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন বিক্রমজিৎ সিংহ। ও’ডাউড ৩৫ রানে রান আউট হন।
সংক্ষিপ্ত স্কোর:
নামিবিয়া: ২০ ওভারে ১২১/৬ (ফন লিনগেন ২০, লা কুক ০, বার্ড ১৯, লফটি-ইটন ০, ফ্রাইলিঙ্ক ৪৩, এরাসমাস ১৬, ভিসা ১১*, স্মিট ৫*; ক্লাসেন ৩-০-১৫-০, প্রিঙ্গেল ৩-০-১৫-১, ডে লেডে ৩-০-১৮-২, আকারম্যান ৩-০-১৭-১, ফন মেকেরেন ৪-০-১৮-১, ফন গুগটেন ৩-০-২৯-০, ফন মেরওয়া ১-০-৬-১) ।
নেদারল্যান্ডস: ১৯.৩ ওভারে ১২২/৫ (ও’ডাওড ৩৫, বিক্রমজিত ৩৯, ডে লেডে ৩০*, কুপার ৬, আকারম্যান ০, এডওয়ার্ডস ১, প্রিঙ্গল ৮*; শুল ৪-০-২১-১, ভিসা ২.৩-০-২২-০, এরাসমাস ৩-০-১৩-০, শিকোঙ্গো ১-০-১৮-০, স্মিট ৪-০-২৪-২, ফ্রাইলিঙ্ক ৪-১-১৬-১, লফটি-ইটন ১-০-৮-০) ।
ফল: নেদারল্যান্ডস ৫ উইকেটে জয়ী।
Leave a Reply