চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজ এফভি মাগফেরাত ডুবির ঘটনায় আরও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে ডুবে যাওয়া ফিশিং বোটটি ওঠানোর পর ইঞ্জিন রুম থেকে এই দুই মরদেহ উদ্ধার করা হয়।
নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ‘সর্বশেষ উদ্ধার হওয়া দুই জন হলেন ইঞ্জিনিয়ার প্রদীপ চৌধুরী ও মোতালেব। এর আগে কর্ণফুলী নদীর বিভিন্ন স্থান থেকে ফিশিং বোটের ক্যাপ্টেনসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়।’
ওসি একরাম উল্লাহ বলেন, ‘জাহাজে থাকা ১৬ জন নাবিকের মধ্যে নয় জনকে জীবিত উদ্ধার করা গেলেও সাত জন নিখোঁজ ছিলেন।’
গত মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রামের কর্ণফুলীর ইছানগর সি রিসোর্স জেটি এলাকায় মেরামতের জন্য ডক ইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে এফভি মাগফেরাত নামে ফিশিং জাহাজটি কর্ণফুলী নদীতে ডুবে যায়।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply