স্পোর্টস ডেস্ক :
সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ফিফা র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছে। ১৪৭ থেকে তারা চলে এসেছে ১৪০তম স্থানে। সাবিনা খাতুনদের পয়েন্ট এখন ১ হাজার ৫৪।
নেপালে শিরোপা জেতার পথে এক ম্যাচেও হারেনি গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। গ্রুপপর্বের তিন ম্যাচেই বড় ব্যবধানের জয়ে সেমিফাইনালের টিকিট পায় বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে সাবিনারা হারায় ৮-০ গোলের বড় ব্যবধানে।
ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পায় নেপালকে। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ৩-১ গোলে জয় পায় বাঘিনীরা। এ ম্যাচে সাবিনা কোনো গোলের দেখা না পেলেও একটি অ্যাসিস্ট করেন।
পুরো আসর মাতিয়ে গোল্ডেন বুট জেতেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা। শিরোপা জেতার পথে ৮টি গোল করেন তিনি। আসরের শুরু থেকেই নিজের পায়ের জাদু দেখিয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক। গ্রুপপর্বে মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচে জোড়া গোল করেন তিনি। এরপর পাকিস্তানের বিপক্ষে তুলে নেন আসরে নিজের প্রথম হ্যাটট্রিক। গ্রুপপর্বের ওই ম্যাচে পাকিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা।
সেমিফাইনালে ৩ গোল করে আসরে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক তুলে নেন সাবিনা। আর তাতে ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় সবাইকে ছাড়িয়ে যান তিনি। পুরো টুর্নামেন্টে মাত্র ১ গোল হজম করায় বাংলাদেশের রূপনা হন টুর্নামেন্ট সেরা গোলরক্ষক।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply