ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকার সাতটি সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিষয় ও কলেজ পছন্দের দ্বিতীয় মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের জন্য নির্ধারিত ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
শিক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাডমিশন অপশনে ক্লিক করে উচ্চমাধ্যমিকের রোল নম্বর, উচ্চমাধ্যমিক বোর্ড বা সমমানের প্রতিষ্ঠান, পাসের সন এবং মাধ্যমিক রোল দিয়ে লগইন করে মনোনীত কলেজ এবং বিষয় দেখতে পারবেন।
এর আগে গত ৫ অক্টোবর দ্বিতীয় মনোনয়ন তালিকা প্রকাশের কথা ছিল। কিন্তু ৪ অক্টোবর বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থী ও অভিভাবকের অনুরোধে প্রথম মনোনয়নে মনোনীত শিক্ষার্থীদের প্রথম কিস্তির টাকা জমার তারিখ ৬ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়। পরে আজ দ্বিতীয় তালিকা প্রকাশ করা হলো। দ্বিতীয় তালিকায় মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদেরকে ১৩ অক্টোবরের মধ্যে টাকা জমা দিয়ে আসন নিশ্চিত করতে হবে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply