লাইফস্টাইল ডেস্ক :
গরমের এই সময়টাতে ত্বকের একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় ব্রণ। অতিরিক্ত ঘামে লোমকূপ আটকিয়ে নয়তো বা খুশকির কারণে মুখের ত্বকে প্রায়ই ব্রণের সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে একটি উপাদানই ম্যাজিকের মতো কাজ করতে পারে
ব্রণের সমস্যার সমাধানের আদর্শ উপায় হলো মুলতানি মাটি। আয়ুর্বেদ শাস্ত্রে, উল্লেখ রয়েছে এর জাদুকরী গুণের কথা। এই মাটি দেখতে সাদা রঙের হয়ে থাকে। ব্রণ দূর করার পাশাপাশি তৈলাক্ত ত্বকের যত্নেও এই মাটি দারুণ কাজ করে।
ত্বক উজ্জ্বল করতে কিংবা যে কোনো মুখের দাগকে সরিয়ে নিজের রূপের দ্যুতি ছড়াতে অবশ্যই রূপচর্চায় মুলতানির বিকল্প নেই বলে মনে করেন একালের রূপ বিশেষজ্ঞরাও।
খুব দ্রুত রূপের ঝলক পেতে মুলতানি মাটির সঙ্গে চন্দনের গুঁড়া ও গোলাপজল মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করতে পারেন।
সপ্তাহে তিনদিন এটি ব্যবহার করতে পারেন। নিয়মিত এই ফেসপ্যাক ব্যবহারে মুখ ও নাকের ব্ল্যাক হেডস, রোদে পোড়াভাব, চোখের নিচে ডার্ক সার্কেল বা বলিরেখা দূর করার ক্ষমতাও রয়েছে এই মুলতানি মাটির।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply