লাইফস্টাইল ডেস্ক :
পৃথিবীতে এমন এক অদ্ভূত রেস্তোরাঁ হতে যাচ্ছে যেখানে গেলে আপনাকে আর কষ্ট করে খাবার খেতে হাতের ব্যবহার করতে হবে না। রেস্তোরাঁয় নিয়োগ করা কর্মীরাই আপনাকে খাবার মুখে তুলে খাইয়ে দেবে।
লন্ডনের ‘বাক্কানেলিয়া’ নামের ওই রেস্তোরাঁ চায়, গ্রাহককে প্রথমেই আঙুর খাইয়ে দেবে রেস্তোরাঁর কর্মীরা। আপনি জানলে অবাক হবেন, এ কাজের জন্য রীতিমতো নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ।
২ অক্টোবর ব্রিটেনের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া ওই বিজ্ঞপ্তিতে লেখা ছিল, চাকরিপ্রার্থীদের অবশ্যই সুন্দর হাতের গড়নের অধিকারী হতে হবে। সেই সঙ্গে জানতে হবে গ্রিক ও লাতিন ভাষা। চাকরি পাওয়ার পর কর্মচারীকে অবশ্যই নিয়মিত ম্যানিকিয়োরও করাতে হবে।
এমন নিয়ম অবশ্য জারি করার কারণ ওই একটাই। গ্রাহকদের খাবার খাইয়ে দেওয়ার ব্যবস্থায় কোনো যেন কমতি না থাকে। কর্মীদের গ্রিক ও লাতিন ভাষা শেখার কারণ হিসেবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ বলছে, তাদের রেস্তোরাঁয় কর্মীরা মূলত গ্রিক ও লাতিন খাবারদাবারই পরিবেশন করবে। তাই ভাষা জানাটা জরুরি।
এমন বিজ্ঞপ্তি দেখে লন্ডনের অনেক নাগরিক অবাক হলেও চাকরিটি পেতে কিন্তু আগ্রহের কমতি নেই তাদের। এরই মধ্যে চাকরির জন্য অনেক আবেদনই হাতে পেয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ
রেস্তোরাঁ কর্তৃপক্ষ দাবি করছে, গ্রাহকদের ‘উচ্চস্তরের অনুভূতি’ দিতেই তাদের এমন প্রচেষ্টা। ‘ফাইন ডাইনিং’ নামে খ্যাত এই অভিনব সেবা গ্রাহকরা বেশ উপভোগ করবে বলেই আশা রাখছেন তারা।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply