বিনোদন ডেস্ক :
শাহীম মুহাম্মদ রাজ্য। নামটা এখন দেশবাসীর কাছে আর অপরিচিত নয়। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি আর নায়ক শরীফুল রাজের পুত্র সন্তান রাজ্য। অন্য তারকাদের মতো সন্তানের মুখ দেখাতে দেরি করেননি এই দম্পতি। আবারও ছেলেকে নিয়ে এলেন ক্যামেরার সামনে
বর্তমান সময়ের জনপ্রিয় তারকা জুটি পরীমনি ও শরীফুল রাজ। একসঙ্গে পর্দায় অভিনয় করেছেন কেবল একটি সিনেমায়। কিন্তু প্রেম-বিয়ে-দাম্পত্য নিয়ে দর্শকের মধ্যমণি এখন এই জুটি। তাই তো মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট করে ভক্তদের মন ভুলিয়ে রাখেন রাজ-পরী। এবারে তাদের সাথে যুক্ত হয়েছে ছোট্ট রাজ্য।
বুধবার (৫ অক্টোবর) নিজের অফিশিয়াল ফেসবুকে একটি ১৩ মিনিটের ভিডিও পোস্ট করেন পরীমনি। সেখানে তিনি লেখেন, ‘চুল দিবসে রাজ্যের প্রথম চুল কাটানো। রাজ বললো বাজানকে (রাজ্য) চুল কাটানোর পর ব্রাজিলের ফুটবলারের মতো লাগছে। আমি কিন্তু আর্জেন্টিনা।
ভিডিওতে দেখা যায় ছেলে রাজ্যকে কোলে নিয়ে বসে আছেন পরী আর তার চুল কাটানো হচ্ছে, সাথে আছেন বাবা রাজ। নিজের ফেসবুকের কমেন্ট সেকশন বেশ আগেই বন্ধ করে দিয়েছেন পরী তবে তাতে ভক্তদের ভালোবাসা থেমে থাকেনি। ইতোমধ্যে লাখো ভক্তের ভালোবাসা পেয়েছে এই ভিডিও।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply