মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে অভিষেক হলো ফারিহা তৃষ্ণার। আর অভিষেকেই বাজিমাত করলেন এই ক্রিকেটার। নিজের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পেয়ে গেলেন হ্যাটট্রিকের স্বাদ।
বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক তুলে নিলেন তৃষ্ণা। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে হ্যাটট্রিক করেছিলেন ফাহিমা খাতুন। ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন বলে তিন উইকেট নিয়েছিলেন এ লেগ স্পিনার।
এ ছাড়া সব মিলিয়ে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে এটি বাংলাদেশের তৃতীয় হ্যাটট্রিক। ২০১৬ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছিলেন আরেক লেগ স্পিনার রুমানা আহমেদ।
আজ বৃহস্পতিবার এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে ৮৮ রানের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। ওই হারের ধাক্কা ভুলে ফের জয়ের ছন্দে ফিরল বাংলাদেশের মেয়েরা।
সিলেটে এদিন ইনিংসের ষষ্ঠ ওভারে বল হাতে নিয়ে পরপর তিন উইকেট নেন বাংলাদেশি বোলার। নিজের প্রথম দুই ওভারে ৬ রান দেন তৃষ্ণা। এরপর ষষ্ঠ ওভারে এসে পান হ্যাটট্রিকের সাফল্য। ওই ওভারে নিজের দ্বিতীয় বলে প্রতিপক্ষ অধিনায়ক উইনফ্রেড দুরাইসিংগামকে (৫) বোল্ড করেন তিনি। পরের বলে মাস এলিসাকে এলবিডব্লিউ ও মাহিরা ইজ্জাতি ইসমাইলকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন এই বাঁহাতি পেসার।
তৃষ্ণার হ্যাটট্রিকের পর বল হাতে চমক দেখান রুমানা, সালমা, সানজিদারাও। রুমানা ও সানজিদা নেন দুটি উইকেট আর সালমা তুলে নেন একটি উইকেট। ফলে মাত্র ৪১ রানে মালয়েশিয়াকে থামিয়ে বড় জয় তুলে নেয় বাংলাদেশ।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply