বিনোদন ডেস্ক :
কণ্ঠশিল্পী আসিফ আকবরের বড় ছেলের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে ফেসবুকে ‘আক্ষেপ’ প্রকাশ করেছেন বাংলা লোকগানের সংগীত শিল্পী ও মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য মমতাজ বেগম।
মঙ্গলবার (৪ অক্টোবর) ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘হায়রে রাজনীতি!!!! আজকে যদি এমপি না হইতাম তাহলে একটা বিয়ের দাওয়াত খেতে পারতাম।’
তবে মমতাজের সেই স্ট্যাটাস দেখে চুপ ছিলেন না আসিফ আকবর। মমতাজের ওই পোস্টে গিয়ে আবেগঘন এক কমেন্ট করেছেন ‘ও প্রিয়া’ খ্যাত গায়ক। তাদের বন্ধুত্বের মাঝে রাজনীতি কখনও দেয়াল হয়ে দাঁড়াবে না বলে মন্তব্য করেন তিনি। এ জন্য তিনি দুঃখপ্রকাশও করেছেন।
আসিফ আকবর লিখেছেন, ‘প্রিয় মম (মমতাজ এমপি)। তুমি আমি সেরা পারিবারিক বন্ধু, এখানে কোনদিনই রাজনীতি প্রবেশের সুযোগ নেই। মাত্র চারদিন সময় পেয়েছি ছেলের বিয়ের জন্য। সবকিছুই হুট করে হয়ে গেছে। তোমাকে কন্টাক্ট করার মত সরাসরি যোগাযোগের ব্যবস্থা আমার কাছে নাই। তবে তোমাকে মন থেকে ফিল করেছি। আমি তোমার সবসময়ের বন্ধু। একদিন সময়দাও বাচ্চাদের সহ, আমরা বাসায় তোমার সারাজীবন দাওয়াত। কষ্ট নিও না বন্ধু, ভুল হলে ক্ষমা চাই। নিশ্চয়ই দ্রুত আমাদের দেখা হবে। ভালবাসা অবিরাম বন্ধু। আমার ব্যক্তিগত সম্পর্কে রাজনীতির কোন চান্সই নেই, এবং তুমি সেটা জানো।’
উল্লেখ্য, সোমবার (৩ অক্টোবর) রাতে মহা ধুমধামে আড়ম্বর পরিবেশে রাজধানীর অফিসার্স ক্লাবে আসিফের ছেলে শাফকাত আসিফ রণ’র বিয়ের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শোবিজের অনেক তারকা। বিশেষ করে সংগীত শিল্পীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।উপস্থিত ছিলেন রুনা লায়লা, কনকচাঁপা, কুমার বিশ্বজিৎ, কবির বকুল, শওকত আলী ইমন, কণা, সালমা, লিজা, কোনালসহ সঙ্গীত অঙ্গনের অনেকেই।২০১৮ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। অন্যদিকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে আসিফ আকবরের নাম। তাই অনেকেই ধারণা করছেন রাজনৈতিক বৈরিতার কারণে দাওয়াত পাননি মমতাজ।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply