রাত হলেই রাস্তায় বেরিয়ে যে মানুষদের খুঁজতেন সালমান খান

বিনোদন ডেস্ক :
বলিউডে অভিনেতা হিসেবে সালমান খান পুরো নম্বর পেয়ে গেছেন অনেক আগেই! তবে মানুষ হিসেবে সালমান খান কতটা ভালো, তা আরও একবার মনে করিয়ে দিলেন অভিনেত্রী আয়েশা ঝুলকা। ১৯৯১ সালে সালমান অভিনীত ‘কুরবান’-এর হাত ধরে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী। তিন দশক কাটিয়েও সহকর্মীর প্রশংসায় পঞ্চমুখ তিনি।

আয়েশা জানিয়েছেন, ছবির সেটে সকলের খাওয়া-দাওয়ার পর বাড়তি খাবার সযত্নে প্যাক করতেন সালমান। তারপর রাস্তায় বেরিয়ে কোনও ক্ষুধার্ত মানুষের হাতে সেই খাবার তুলে দিতেন তিনি।

অভিনেত্রীর কথায়, “সালমানকে আমার খুব ভালো লাগে কারণ মানুষ হিসেবে ও অসাধারণ। মনে আছে, শুট শেষ করে আমরা যখন বাড়ি ফিরতাম, ও খাবার প্যাক করত।”

আরও যোগ করে আয়েশা বলেন, “রাত হয়ে গেলেও ও ভিক্ষুক খুঁজতে বের হতো। কেউ হয়তো রাস্তায় ঘুমাচ্ছিলেন, তাকে জাগিয়ে খাবার দিত সালমান। অনেক সময় গাড়ি থেকে নেমে ক্ষুধার্থদের হাতে খাবার তুলে দিত। অভিনেতা হিসেবে তো বটেই, মানুষ হিসেবেও ও খুব ভালো।”

‘খিলাড়ি’, ‘জো জিতা ওহি সিকান্দার’-এর মতো সফল ছবি রয়েছে আয়েশার ঝুলিতে। কাঙ্ক্ষিত সাফল্য পেলেও ধীরে ধীরে বলিউড থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। ২০১৮ সালে ‘জিনিয়াস’ নামে একটি ছবিতে শেষ দেখা যায় তাকে। চার বছর পর ওয়েব সিরিজের হাত ধরে নতুন অধ্যায় শুরু করছেন আমির-অক্ষয়দের নায়িকা।

অন্যদিকে, ‘টাইগার ৩’-র কাজ নিয়ে ব্যস্ত সালমান। আগামী বছর এপ্রিলে মুক্তি পাবে টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। হিন্দির পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষাতেও মুক্তি পাবে এই ছবি।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *