সপ্তাহান্তে বক্স অফিসে বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও সাইফ আলি খান অভিনীত ‘বিক্রম বেদা’ মোটামুটি ব্যবসা করেছে।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, গত শুক্রবার মুক্তি পায় সিনেমাটি। প্রথম দিনে ভারতের বক্স অফিসে সংগ্রহ করে ১০.৫৮ কোটি রুপি। শনিবার সংগ্রহ করে ১২.৫১ কোটি রুপি। আর সাপ্তাহিক ছুটির দিনে গতকাল রোববার বাড়ে ১৫ শতাংশ, সংগ্রহ করেছে ১৪.৫০ থেকে ১৫.০০ কোটি রুপি। সেই হিসাবে তিন দিনে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩৮ কোটি রুপি।
পোর্টালটি বলছে, শুরুটা ১০ কোটি দিয়ে, তাই ভালো সংগ্রহ বলাই যায়। কিন্তু সপ্তাহান্তে অন্তত ৫০ কোটি রুপি সংগ্রহ হলে ভালো হতো। কারণ, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র হৃতিক রোশন। দুঃখজনক হলেও সত্য তা হয়নি।
বিক্রম-বেতালের গল্পকে ভিত্তি করে পুষ্কর-গায়ত্রী ‘বিক্রম বেদা’ নির্মাণ করেছেন। এই সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান আর গ্যাংস্টার হৃতিক রোশন।
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘বিক্রম বেদা’র পুনর্নির্মাণ এই সিনেমা। দক্ষিণি ছবিটিতে নামভূমিকায় অভিনয় করেছিলেন যথাক্রমে আর মাধবন ও বিজয় সেতুপতি। দুই সিনেমাই পরিচালনা করেছেন গায়ত্রী ও পুষ্কর।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply