বিপজ্জনক হয়ে উঠছে ডেঙ্গু, বাড়ছে মৃত্যু

হেলথ ডেস্ক :

দিন দিন রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু বিপজ্জনক হয়ে উঠেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজন মারা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৬১ জন।

এদিকে, ৫২৫ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৪৪ জনে।

আজ সোমবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৩৫২ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭৩ জন। বর্তমান রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে এক হাজার ৫৯৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ৫৪৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ৮২০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৫ হাজার ৬১৫ জন।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *