বিনোদন ডেস্ক :
মুক্তির আগেই আলোচনায় চলে এসেছে ‘আদিপুরুষ’ সিনেমাটি। দীর্ঘদিন ধরে মানুষ এই সিনেমাটির জন্য অপেক্ষা করছেন। অনুগামীদের কৌতূহল কমিয়ে নির্মাতারা ফার্স্টলুক পোস্টার প্রকাশ করেছিলেন দিন কয়েক আগেই, যা দেখে খুশি হয়েছিলেন অনুগামীরা।
টি সিরিজের ইউটিউব চ্যানেলে রোববার (২ অক্টোবর) প্রকাশ পেয়েছে ‘আদিপুরুষ’ সিনেমার টিজার। প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল টিজারটি। টিজারে প্রভাসকে দেখা গেছে রাঘব অর্থাৎ রামরূপে। টিজারের ভিজুয়াল এফেক্টও বেশ নজরকাড়া। কখনো পানির নিচে রাঘবকে তপস্যারত অবস্থায় দেখানো হয়েছে, কখনো আবার ধনুর্ধর হিসেবে তিনি ক্যামেরার সামনে এসেছেন।
টিজারে দেখা মিলেছে বলিউডের নবাব সাইফ আলী খানকেও। দশানন রাবণ হিসেবে ধরা দেবেন বড় পর্দায় তিনি। সিনেমায় জানকি অর্থাৎ সীতার ভূমিকায় অভিনয় করেছেন কৃতী শ্যানন। হনুমানের ভূমিকায় অভিনয় করেছেন দেবদত্ত নাগে এবং লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন সানি সিং।
ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ রামায়ণ দ্বারা অনুপ্রাণিত একটি পৌরাণিক সিনেমা। ২০২৩ সালের ১২ জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply