বিনোদন ডেস্ক :
সন্তানের ছবি প্রকাশ্যে এনেছেন ঢালিউডের জনপ্রিয় তারকা জুটি বুবলি ও শাকিব খান। ফেসবুক পোস্টের মাধ্যমে তারা জানিয়েছেন, আড়াই বছর বয়সী একটি সন্তান আছে তাদের। সন্তানের নাম রেখেছেন শেহজাদ খান বীর। এ বিষয়ে করা এক প্রশ্নে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ঢালিউডের আরেক অভিনেতা অনন্ত জলিল।
শুক্রবার একটি অনুষ্ঠানে অনন্ত জলিল বলেন, ‘শাকিব খান যা করেছে, সেটি তার ব্যক্তিগত বিষয়। তবে আমি এইটুকু বলবো সবারই সৎ পথে থাকা ভালো। যারা সৎ পথে থাকে তাদের আল্লাহ পছন্দ করেন, ইহকালে এবং পরকালেও’।
তিনি বলেন, ‘সে যেটি করেছে, সেটি অবশ্যই তার পারসোনাল ম্যাটার। আর মিডিয়াতে যেসব কথা, এগুলো দু-চার দিনের মধ্যেই মানুষ ভুলে যাবে। মনে রাখবে না। নতুন কোনো ঘটনা সামনে আসবে। তখন এই (শাকিবের) ঘটনা চাপা পড়ে যাবে।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply