আন্তর্জাতিক ডেস্ক :
তেল উত্তোলন কমাতে পারে ওপেক প্লাস। এই খবরের মধ্যে শুক্রবার তেলের দাম কিছুটা কমেছে। তবে সাপ্তাহিক হিসেবে তেলের দাম বেড়েছে। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতি ব্যারেল ব্রেন্ড ক্রুডের দাম ৫৩ সেন্ট কমে ৮৭.৯৬ ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১.৭৪ ডলার কমে স্থির হয়েছে ৭৯.৪৯ ডলার।
আগস্টের পর সাপ্তাহিক ভিত্তিতে ব্রেন্ড ক্রুড ও ডব্লিউটিআইয়ের দাম কিছুটা বেড়েছে। রয়টার্স জানিয়েছে, ব্রেন্ড ক্রুড ও ডব্লিউটিআইয়ের দাম বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ ও ১ শতাংশে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply