চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী দুজনই অভিন্ন ভাষায় নিজেদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেছেন। শুক্রবার সকালে জানিয়ে দিয়েছেন তাঁদের আড়াই বছরের সন্তানের নাম শেহবাজ খান বীর। হুট করে এই খবরে যখন উত্তাল ঢালিউড, তখনই একসঙ্গে কাজে ফিরছেন শাকিব-বুবলী।
শনিবার সকাল থেকেই শাকিব-বুবলী অংশ নিবেন ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার রোমান্টিক একটি গানের শুটে। তপু খান পরিচালিত এই সিনেমার শুটিং আগেই শেষ হয়েছিল, বাকি ছিল শুধু গানের কাজ।
বুবলী নিজেও শুটিংয়ে ফেরার বিষয়টি জানিয়ে একটি ছবি পোস্ট দিয়ে জানিয়েছেন।
সামাজিক সচেতনতামূলক গল্পে তপু খানের পরিচালনায় ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন শবনম বুবলী। শাকিব-বুবলী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন ফকরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকেই।
সিনেমাটির প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply