1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৭০৮

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬ Time View
হেলথ ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে আরও ৭০৮ জন। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল দুই, আর শনাক্ত হয় ৬৭৯ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৫ হাজার ১৮৮ জন। এ ছাড়া মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ২৫ হাজার ১৯৭ জন, মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৩৬৩।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় চার হাজার ৮৫১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে চার হাজার ৮২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে দেশে করোনার সংক্রমণ বেশ কয়েকবার ওঠানামা করেছে।

গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে করোনার ওমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৮ মার্চে দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এটিভি বাংলা / হৃদয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech