যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের চোখ রাঙ্গানি উপেক্ষা করে ইউক্রেনের চারটি অঞ্চল নিজেদের দখলে নেওয়ার ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাজধানী মস্কোতে একটি অনুষ্ঠানের মাধ্যমে এ সংক্রান্ত ডিক্রিতে স্বাক্ষর করেন তিনি। এর মাধ্যমে এখন থেকে ইউক্রেনের কৌশলগত চারটি গুরুত্বপূর্ণ শহর দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া রুশ এলাকা হিসেবে বিবেচিত হবে। খবর আলজাজিরার।
এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন দাবি করেন, স্থানীয় নাগরিকদের নিরাপত্তা এবং সিদ্ধান্তের প্রতি সম্মান দেখাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় যুক্তরাষ্ট্র এবং তাঁর মিত্রদের লোভী হিসেবে আখ্যা দেন রুশ প্রেসিডেন্ট।
বহুদিন ধরেই যুক্তরাষ্ট্র, রাশিয়াকে নিজেদের কলোনি বানানোর অপচেষ্টা চালাচ্ছিল বলে দাবি করেন পুতিন। রাশিয়ার অন্তর্ভূক্ত হওয়া নতুন চারটি অঞ্চলে কোনো ধরণের নাশকতা হলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
একীভূত হওয়ার প্রশ্নে গেল শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত হওয়া গণভোটে রাশিয়ার পক্ষে রায় দেন দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়ার বাসিন্দারা।
এর আগে ২০১৪ সালে সামরিক অভিযানের মাধ্যমে ইউক্রেনের আরেকটি অঞ্চল ক্রিমিয়া দখলে নিয়েছিল পুতিন সরকার।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply