সৌদি আরবের মক্কায় ওমরাহ হজ পালন করতে গিয়ে রওশন আরা নামের এক বাংলাদেশি হজযাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৬ সেপ্টেম্বর সোমবার স্থানীয় সময় রাত তিনটায় মক্কার মিসফালার একটি হোটেল রওশন আরা বের হয়ে আর ফিরে আসেননি।
আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে রওশন আরার স্বামী শাহ জালাল এনটিভি অনলাইনকে বলেন, আজ চারদিন অতিবাহিত হয়ে গেলেও এখনও আমার স্ত্রীর কোনো সন্ধান পাইনি। আমি সবার কাছে দোয়া চাই। যদি কেউ রওশন আরার সন্ধান পান তাহলে তার স্বামী এমডি শাহ জালালের নম্বরে (০৫৭৬২৬৯৫৩১) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে রওশন আরার স্বামী শাহ জালাল প্রবাসী বাংলাদেশিসহ সবার সহযোগিতা কামনা করছেন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply