বিনোদন ডেস্ক :
বলিউড বাদশা শাহরুখকে ভিন্ন ভিন্ন রূপে দেখেছেন তার ভক্ত-অনুরাগীরা। তবে এবার দেখা মিলেছে একেবারেই অন্যরূপে, যা অতীতে কখনো দেখা যায়নি
সোফায় আধ-শোয়া বলিউড বাদশা। অনাবৃত দেহের ঊর্ধ্বাংশ। শরীরের অ্যাবস দেখা যাচ্ছে স্পষ্ট। লম্বা চুল। তীক্ষ্ণ চাহনি। কিং খানকে দেখে অনুরাগীদের চোখ ছানাবড়া। এই রূপে আগে কখনো দেখা যায়নি তাকে।
নিজের উষ্ণ ছবির সঙ্গে একটি মজার ক্যাপশনও লিখলেন। কিং খানকে দেখে শুধু অনুরাগীরা নয়, রীতিমতো চমকে গিয়েছেন টাইগার শ্রফ, আরমান মালিক, ভূমি পেদনেকর থেকে রুক্মিণী মৈত্র, মনামী ঘোষ। কেউ লিখলেন, ‘ছবি দেখে মরে গেলাম’, কেউ লিখেছেন, ‘আগুন’। আবার কেউ বলছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না, বড় পর্দায় দেখার জন্য।’
২০১৮ সালে মুক্তি পেয়েছিল তার ‘জিরো’ সিনেমা। এরপর অনেক দিন হলো বড় পর্দা থেকে দূরে অভিনেতা। তাই আবারও বড় পর্দায় তার ম্যাজিক দেখার অপেক্ষায় সবাই। সেই অপেক্ষা যে শুধুই তার ভক্তদের, তা বললে ভুল বলা হবে। নিজেকে বড় পর্দায় দেখার জন্য প্রতীক্ষায় স্বয়ং কিং খানও।
সে কথা বোঝা গেল নায়কের লেখায়। লিখলেন, তিনিও অপেক্ষায় ‘পাঠান’-এর। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহু প্রতীক্ষিত ‘পাঠান’ সিনেমা ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply