1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন

ঢাকায় দর্শক টানছে ‘অপারেশন সুন্দরবন’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৯ Time View
বিনোদন ডেস্ক :

বিশ্ব ঐতিহ্য ও সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা চলছে দেশের ৩৫টি সিনেমা হলে। তারকাবহুল এই সিনেমা মুক্তির প্রথম দিনে ঢাকায় দর্শক টেনেছে। অন্তর্জালে প্রশংসা পাচ্ছে সিনেমাটির গল্প ও নির্মাণ।

দেশের সবচেয়ে অত্যাধুনিক স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা মিলে দৈনিক ২০টির অধিক শো চলছে সিনেমাটির। সেখানে মুক্তির প্রথম দিনে ‘অপারেশন সুন্দরবন’ কেমন দর্শক দেখছে?

এনটিভি অনলাইনকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘প্রথম দিন হিসেবে ভালো দর্শক এসেছে; বিকেল আর সন্ধ্যার বেশ কয়েকটি শো আমরা হাউসফুল পেয়েছি। এমন ভালো মানের সিনেমার জন্য আমরা আরও দর্শক আশা করছি।’

রাজধানীর মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বলছেন, ‘মধুমিতায় প্রথম দিনে মোটামুটি দর্শক এসেছে। আরও ভালো দর্শক আশা করছি।’

রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসের সহকারী মার্কেটিং ম্যানেজার মো. মাহবুবুর রহমান এনটিভি অনলাইনকে বলেছেন, ‘সকালের শো বাদে বিকেল-সন্ধ্যার শোগুলোতে আমাদের প্রায় ৮০ ভাগ দর্শক এসেছে। সিনেমাটি নিয়ে আশাবাদী আমরা। দর্শক আরও পাব বলে আশা করছি।’

শ্যামলী সিনেমা হলের কর্মকর্তা আহসান উল্লাহ বলছেন, ‘প্রথম দিন মোটামুটি দর্শক পেয়েছি, আমরা আরও দর্শক আশা করছি।’

দীপংকর দীপনের পরিচালনায় সুন্দরবনকে জলদুস্যমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’; বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনিচিত্র এটি।

২০১৯ সালে ২০ ডিসেম্বর সাতক্ষীরার বুড়িগোয়ালিনী এলাকায় শুটিং শুরু হয়েছিল ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার। করোনার কারণে কয়েক ধাপ পিছিয়ে গেল বছরের ১০ নভেম্বর মোংলার বানিয়াশান্তা এলাকায় সিনেমাটির শুটিং শেষ হয়।

সিনেমাটিতে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বণিক, তাসকিন রহমান, রওনক হাসান, তুয়া চক্রবর্তী, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, নরেশ ভুইয়া, মানস বন্দোপাধ্যায়, মনির খান শিমুল প্রমুখ।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

এটিভি বাংলা / হৃদয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech