স্পোর্টস ডেস্ক :
আজ রাত সাড়ে ১২টায় ফ্রান্সের স্টেড ওসেন স্টেডিয়ামে ঘানার বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চার দিনের মাথায় একই সময় পিএসজির মাঠ পার্ক দ্য প্রাসে তিউনিসিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে নিজেদের ঝালিয়ে নেয়ার অপেক্ষায় তিতের দল। ২০০২ সালে পর বিশ্বকাপ জেতা হয়নি আর সেলেসাওদের। বিশ্বকাপের পর দলের দায়িত্ব ছেড়ে দিবেন বলে ঘোষণা দিয়েছেন তিতে। এই ম্যাচে ব্রাজিলের আক্রমণভাগের পাঁচ প্লেয়ার হবেন-পাকুয়েতা, নেইমার, ভিনিসিয়াস, রাফিনহা এবং রিচার্লিশন।
অন্যদিকে ২০১৪ সালের পর আবারো বিশ্বকাপে আফ্রিকার দেশ ঘানা।
পশ্চিম আফ্রিকার দেশ ঘানার বিপক্ষে এর আগে ৪বার মুখোমুখি হয়েছিলো ব্রাজিল। যেখানে প্রতিবারই জয় নিয়ে মাঠ ছাড়ে সেলসাওরা। সবমিলিয়ে ঘানা জালে ৪ ম্যাচে ১৩ গোল দিয়েছে ব্রাজিল, আর হজম করেছে মাত্র ২টি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply