উয়েফা নেশনস লিগে সহজ জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এর আগে প্রথম চার ম্যাচের দুটিতে হেরে তারা, দুটি ড্র করে। তাই বাদ পড়ার শঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত এমবাপ্পে এবং জিরুর গোলে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ জিতেছে তারা।
ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে গিয়ে গোলের দেখা পায় তারা। ৫৬ মিনিটে লক্ষ্যভেদ করেন কিলিয়ান এমবাপ্পে। জিরুর পাসে অস্ট্রিয়ার রক্ষণ ভেঙে গোল করতে ভুলেননি এই পিএসজি তারকা।
ব্যবধান দ্বিগুণ করতে খুব বেশি সময় লাগেনি ফ্রান্সের। ৬৫ মিনিটে স্কোরলাইন ২-০ করেন অলিভিয়ের জিরু। বাদ পড়া রুখতে হলে ফ্রান্সকে পরের ম্যাচে ডেনমার্কের বিরুদ্ধে জিততে হবে।দিনের আরেক ম্যাচে ডেনমার্ককে ২-১ ব্যবধানে হারিয়েছে ক্রোয়েশিয়া। ম্যাচের ৪৯ মিনিটে ক্রোয়েশিয়ার ডিফেন্ডার বোর্না সোসা গোল করে দলকে এগিয়ে দেন।
৭৭ মিনিটে সমতায় ফিরে ডেনমার্ক। অধিনায়ক ক্রিস্টিয়ান এরিকসেনের দুর্দান্ত গোলে ম্যাচে ফিরে তারা।
দুই মিনিট পর মাজার বক্সের সামনে থেকে বল তুলে প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্ত করেন। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply