করোনা ডেঙ্গু বাড়ছেই

হেলথ ডেস্ক :
আবারও লাগাম ছাড়াচ্ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২৭ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। নমুনা পরীক্ষা শনাক্তের হার ছিল ১২.৭২ শতাংশ, যা ৬৪ দিনের মধ্যে সর্বোচ্চ। সবশেষ এর চেয়ে বেশি শনাক্ত হারের খবর এসেছিল গত ১৬ জুলাই। গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৯ জন, মারা গেছেন ১ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষায় ৫২৭ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন ২৮৪ জন করোনা  রোগী। তবে কেউ মারা যাননি। গত জুলাইয়ে করোনার চতুর্থ ঢেউয়ের পর সংক্রমণ কমতে কমতে ২২ আগস্ট শনাক্তের হার ৩.১৫ শতাংশে নেমে এসেছিল। এর পর ফের বাড়তে শুরু করে। ৩১ আগস্ট ৫ শতাংশ, ৩ সেপ্টেম্বর ৬ শতাংশ, ৮ সেপ্টেম্বর ৭ শতাংশ, ৯ সেপ্টেম্বর ৮ শতাংশ, ১২ সেপ্টেম্বর ৯ শতাংশ, ১৩ সেপ্টেম্বর ১ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় ১২ শতাংশ ছাড়িয়ে যায় শনাক্তের হার। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৮০ জন ঢাকায় এবং ১৯৯ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গতকাল মোট ১ হাজার ৪৮৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৮৯ জন ও ঢাকার বাইরে ৩৯৪ জন ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় মৃত একজনকে নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *