স্পোর্টস ডেস্ক :
বরুশিয়া ডর্টমুন্ডে গোলের যে ফুলঝুরি ফুটত, ম্যানচেস্টার সিটিতে এসেও আরলিং হল্যান্ডের পায়ে সেই ধারা অব্যাহত রয়েছে। প্রিমিয়ার লিগে আগস্ট মাসটাও দারুণ কেটেছে তার। সেই ধারাবাহিকতায় তিনি জিতেছেন প্রিমিয়ার মাসসেরার পুরস্কার।
পুরস্কার জেতার দৌড়ে হল্যান্ড পেছনে ফেলেছেন আর্সেনালের গ্যাব্রিয়েল জেসুস, মার্টিন ওডেগার্ড ও ফুলহ্যামের আলেকজান্দার মিট্রোভিচকে। আগস্ট মাসে ৫ ম্যাচে ৯টি গোল করেছিলেন নরওয়েজিয়ান তারকা। প্রিমিয়ার লিগে এক মাসে তার চেয়ে বেশি গোল করেছিলেন কেবল লুইস সুয়ারেজ। লিভারপুলের সময়টায় এক মাসে ১০ গোল করেছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার।
লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচে দুই গোল করে যাত্রা শুরু হয় হল্যান্ডের। এরপর ইতিহাদ স্টেডিয়ামে করেছেন পরপর দুটি হ্যাটট্রিক। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও হালান্ডের প্রিমিয়ার লিগের প্রথম হ্যাটট্রিকে সিটি ৪-২ গোলের জয় নিশ্চিত করে।
মাসসেরার পুরস্কার জিতে এক বিবৃতিতে হল্যান্ড বলেন, প্রথমবারের মতো এ পুরস্কার জিতে আমি আনন্দিত। এ মৌসুমে দল ও আমার শুরুটা দুর্দান্ত হলো। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আশা করি, দলকে এভাবে সাপোর্ট দিয়ে যেতে পারব। ভালো শুরুর এই ধারাটা চালিয়ে যেতে চাই।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply