দেশে আরও ১৪১ জনের করোনা শনাক্ত

ডেস্ক রিপোর্ট :

দেশে গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ১৪১ জন। শনাক্তের হিসেবে যা ৯ দশমিক ৬৬ শতাংশ। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২০ লাখ ১৭ হাজার ৮৭ জন। করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৩৯ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ২৮৪ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৩৩১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৪৬০টি। নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৪৬০টি। এখন পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ১৮ হাজার ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৯ দশমিক ৬৬ শতাংশ এবং এখন পর্যন্ত মোট ১৩ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ১৯ শতাংশ। মারা গেছে এক দশমিক ৪৫ শতাংশ।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *