সম্প্রতি টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তাই আসন্ন বিশ্বকাপের দলে জায়গা হয়নি তাঁর। তবে ব্যক্তিগতভাবে তিনি অনুশীলন করে যাচ্ছেন। আজ শনিবারও মিরপুর শেরেবাংরা স্টেডিয়ামে অনুশীলনে যান এই অভিজ্ঞ ক্রিকেটার। ফিটনেস ট্রেনিং করতে গিয়ে চোটে আক্রান্ত হন তিনি।
বিসিবি সূত্রে জানা গেছে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে ফিটনেস ট্রেনিং করতে গিয়ে হাঁটুতে ব্যথা পান মুশফিক। সেখানে ছয়টি সেলাই করতে হয়েছে।
এখন সুস্থ হয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে মুশফিকের।
এয়ত১৪ দিন বিশ্রামে থাকতে বলা হয়েছে তাঁকে।
আপতত মুশফিকের জাতীয় দলে ব্যস্ততা নেই। আগামী ১০ অক্টোবর থেকে জাতীয় ক্রিকেট লিগ শুরু হচ্ছে। রাজশাহী বিভাগের হয়ে খেলার কথা তাঁর।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply