ওয়েস্টমিনস্টারে মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে মহাকাশ থেকেও!

আন্তর্জাতিক ডেস্ক :
রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার হলের বাইরে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে স্থানীয় পুলিশ, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অপেক্ষমাণ মানুষের লাইন এতটাই দীর্ঘ হয়েছে যে, তা দেখা যাচ্ছে মহাকাশ থেকেও।

সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়েস্টমিনস্টার হলে থাকা রানির কফিন একনজর দেখতে তীব্র শীত উপেক্ষা করেও টেমস নদীর তীরে জড়ো হয়েছেন হাজারো শোকার্ত মানুষ। আর সেই লম্বা লাইনের দৃশ্য ধরা পড়েছে স্যাটেলাইট ছবিতেও।

ছবিগুলো টুইটারে প্রকাশ করেছে কলোরাডোভিত্তিক মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সার টেকনোলজিস।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে তোলা ‘বিস্ময়কর’ ওই ছবিতে দেখা যায়, সাধারণ জনগণ বাকিংহাম প্যালেস, লন্ডন আই এবং ওয়েস্টমিনস্টারের কাছে অপেক্ষা করছেন।

ডেইলি মেইল বলছে, অপেক্ষমাণ মানুষের দীর্ঘ সারি এখন সাউথওয়ার্ক পার্ক পর্যন্ত পৌঁছে গেছে এবং রানির কফিন দেখার জন্য তাদের ২৪ ঘণ্টাও অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া নতুন করে লাইনে প্রবেশ যেকোনো সময় বন্ধ করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

তবে বাইরে মানুষের দীর্ঘ সারি থাকলেও ওয়েস্টমিনস্টার হলে সুশৃঙ্খলভাবে রানিকে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এদিকে, ওয়েলসে রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসোর্ট ক্যামিলাকে গান স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। রানির প্রতি শ্রদ্ধা ও শোক জানানোর আনুষ্ঠানিকতায় যোগ দিতে ওয়েলস সফর করেন তারা। পরে তারা কার্ডিফের একটি গির্জায় রানির প্রতি বিশেষ প্রার্থনায় যোগ দেন। প্রাসাদের বাইরে থাকা সাধারণ মানুষের সঙ্গেও হাত মেলান রাজা তৃতীয় চার্লস।

রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। এ জন্য যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজনীতিকসহ পাঁচশ বিদেশি অতিথি অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকবেন বলেও জানিয়েছে ব্রিটিশ সরকার।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *