আন্তর্জাতিক ডেস্ক :
সৌদি আরবের এক পুরুষ দাবি করেছেন তিনি শান্তি ও স্থিতিশীলতার খোঁজে ৫৩ বার বিয়ে করেছেন। তার দাবি, ব্যক্তিগত ভোগের জন্য নয় কেবল শান্তির খোঁজেই তিনি এমনটা করেছেন।
যদিও গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের পরিচয় প্রকাশ করেননি।
৬৩ বছরের ওই ব্যক্তি সৌদির মালিকানাধীন এমবিসি টেলিভিশনকে জানিয়েছেন, তিনি আরও একজনকে বিয়ে করেছেন, তবে এবার আর তার পুনঃরায় বিয়ে করার ইচ্ছে নেই।
তিনি বলেন, ‘যখন আমি প্রথম বিয়ে করি, আমার একের অধিক বিয়ে করার ইচ্ছে ছিল না কারণ আমি স্বাছন্দ্য বোধ করছিলাম, আমাদের বাচ্চাও ছিল।’ ‘তবে কিছুদিন পর সমস্যা শুরু হয় এবং আমি আবার বিয়ে করার সিদ্ধান্ত নেই। যখন আমার বয়স ২৩ তখন আমি আমার স্ত্রীকে আমার সিদ্ধান্তের কথা জানাই।’
বিয়ের পর প্রথম ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে সংঘাত শুরু হয়। সেই সংঘাতই নাকি তাকে তৃতীয় ও চতুর্থ বিয়ে করতে প্ররোচণা দেয়। পরে তিনি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীকে তালাক দেন।
ওই ব্যক্তি দাবি করেছেন, এরপর তিনি তাকে খুশি করতে পারবে এমন নারীর খোঁজে একের পর এক বিয়ে করেন। তিনি বলেন, ‘আমি দীর্ঘ সময়ে ৫৩ নারীকে বিয়ে করেছি। প্রথমবার আমি বিয়ে করেছিলাম ২০ বছর বয়সে, প্রথম স্ত্রী আমার চেয়ে ৬ বছরের ছোটো ছিল।’
ওই ব্যক্তি আরও জানিয়েছেন ৫৩ বিয়ের মধ্যে এমন বিয়ে আছে, যার দৈর্ঘ্য ছিল মাত্র ১ রাত। তিনি বলেন, ‘পৃথিবীর প্রত্যেক পুরুষই চায় এক স্ত্রীর সাথে আজীবন থাকতে চায়… কোনো তরুণ নারীর ভেতরে স্থিতিশীলতা খুঁজে পাওয়া যায় না কিন্তু বয়স্ক নারীতে সেই স্থিতিশীলতা আছে।’
তিনি আরও বলেন, ‘আমার অধিকাংশ স্ত্রীরাই ছিল সৌদির।’ বিদেশে গিয়েও ওই সৌদি পুরুষ বিয়ে করেছেন। তিনি বলেন, ‘আমি সেখানে (বিদেশে) তিন থেকে চার মাস থাকতাম, নিজেকে পাপ থেকে বাঁচাতে বিয়ে করেছি।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply