এসএসসির প্রথম দিনে ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ১০০২, বহিষ্কার ২

ডেস্ক রিপোর্ট :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ১ হাজার ২ জন শিক্ষার্থী। আর অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহের শিক্ষা বোর্ডের অধীনে চারটি জেলার ১৪৮ কেন্দ্রে মোট ১ লাখ ১০ হাজার ৩৩১ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে প্রথম দিনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৯ হাজার ৩২৯ জন। অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ২ জন।

যার মধ্যে ময়মনসিংহ জেলায় ৪৮ হাজার ২০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪৮ জন, জামালপুরে ২৬ হাজার ৪৪৪ জনের মধ্যে ২৩০ জন, নেত্রকোনায় ২১ হাজার ৪৮৬ জনের মধ্যে ২০৩ জন এবং শেরপুর জেলায় ১৪ হাজার ১৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২১ জন পরীক্ষায় অংশ নেয় নি।
এছাড়াও ময়মনসিংহ ও জামালপুরে একজন করে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান বোর্ডের এ কর্মকর্তা।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *