মার্ভেলে আবার নক্ষত্র পতন, ফিরবে না থর!

বিনোদন ডেস্ক :
কালের নিয়মে আরেক নক্ষত্রের পতন হতে চলেছে মার্ভেলে। থরের চরিত্রাভিনেতা ক্রিস হেমসওয়ার্থ যেন সেই ইঙ্গিতই দিলেন ভক্তদের

মার্ভেল কমিক্সের অন্যতম জনপ্রিয় চরিত্র থর। নামভূমিকায় ক্রিস হেমসওয়ার্থ ছাড়াও এ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন  টম হিডেলস্টোন, কেট ব্লানচেট, ইদ্রিস এলবা, জেফ গোল্ডব্লাম, টেসা থম্পসন, কার্ল উর্বান, মার্ক রাফালো এবং অ্যান্থনি হপকিন্স।

সর্বপ্রথম থরের প্রথম সিরিজ মুক্তি পেয়েছিল ২০১১ সালে। এর ঠিক ২ বছর পর মুক্তি পায় থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড। দীর্ঘ ৪ বছর বিরতি নিয়ে ২০১৭ সালে দর্শকরা পর্দায় দেখতে পায় থর: র‌্যাগনারক। এরপর সর্বশেষ ২০২২ সালে পর্দা কাঁপিয়েছিল থর: লাভ আ্যান্ড থান্ডারের চতুর্থ সিরিজটি।

সিরিজটি দেখে দর্শকরা এটিকেই থরের শেষতম সিরিজ বলে মনে করছেন। কারণ, এই ছবিতে থরের মার্ভেলের দুনিয়ায় ফেরার সম্ভাবনা ক্ষীণ বলেই মত অধিকাংশ ভক্তের।

তাই মার্ভেলের পঞ্চম সিরিজে সুপার হিরো থর থাকবে কি না অনেকটাই সন্দিহান ভক্তরা। এই দ্বিধা  আর ধোঁয়াশার মাঝে অনেকটা আলোর দেখা মিলে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, হলিউডের একটি অনুষ্ঠানে এই দ্বিধা আর ধোঁয়াশা নিয়ে প্রশ্নের তীর ছুড়ে দেয় থর অভিনেতার ছেলে নিজেই। ছেলের এমন প্রশ্নে এই হলিউড অভিনেতার উত্তর ছিল, জানার জন্য মার্ভেলের সঙ্গে কথা বলতে হবে।
ক্রিসকে এমনও বলতে শোনা যায়, হয়তো শেষ বার এই চরিত্রে অভিনয় করলাম! থরের চরিত্রাভিনেতা ক্রিস হেমসওয়ার্থ মনে করেন, ‘‘ছবিটি সবার ভালো লেগেছে। অভিনয় করতেও দারুণ লেগেছে। আর কী চাই? থামলে তো এখনই থামা উচিত!’’

 

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *