চাঁদে যাওয়ার অভিজ্ঞতা দেবে ‘দুবাই মুন’

আন্তর্জাতিক ডেস্ক :
পৃথিবীর বুকেই যদি চাঁদে যাওয়ার অভিজ্ঞতা পাওয়া যায় তাহলে কেমন হবে বলুন তো? এবার দুবাইতে নির্মাণাধীন ‘দুবাই মুন’ নামের বিলাসবহুল রিসোর্টে গিয়েই পাওয়া যাবে সে অভিজ্ঞতা। বিলাসবহুল এই রিসোর্ট নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার

চাঁদে ভ্রমণ করা যে খুব সহজ কোনো কাজ নয় তা সবারই জানা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা চাঁদে আবারও মানুষ পাঠানোর লক্ষ্যে ক্রুবিহীন মিশন পাঠানোর উদ্যোগ নিয়েছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে দুই-দুইবার ভেস্তে যায় যাত্রা। সবশেষ মানুষটি চাঁদে যাওয়ার পর পেরিয়ে গেছে ৫০ বছরেরও বেশি সময়।

তবে এবার চাঁদে না গিয়েও পৃথিবীর বুকে বসে গ্রহণ করা যাবে সে অনুভূতি। এমন অসাধ্যসাধনের পরিকল্পনা করেছে কানাডাভিত্তিক স্থাপত্য প্রতিষ্ঠান ‘দ্য মুন ওয়ার্ল্ড রিসোর্টস ইনকরপোরেশন’। হুবহু চাঁদের আকৃতির একটি রিসোর্ট নির্মাণ করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। যার নাম ‘দুবাই মুন’।

দুবাইতে নির্মাণাধীন বিলাসবহুল এই রিসোর্ট বানাতে খরচ ধরা হয়েছে কয়েক বিলিয়ন মার্কিন ডলার।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০০ মিটারের অধিক উচ্চতাসম্পন্ন এ টাওয়ারের বাইরে অংশটি দেখতে হুবহু চাঁদের মতোই হবে। চাঁদের মতোই গোলাকার এই রিসোর্টটির ব্যাস হবে ১৯৮ মিটার। ভেতরের সমতল চাকতির মতো করে গড়ে তোলা হবে। লুনার সারফেস ঘিরে থাকবে লুনার কলোনি। যেখানে দর্শনার্থীরা জিরো গ্র্যাভিটিতে হাঁটার মতো অভিজ্ঞতা পাবেন। এমনকি পরিবেশবান্ধব স্থাপনাটিতে নভোচারীদের প্রশিক্ষণের জন্য থাকবে স্কাই ভিলা। এই চাঁদ রিসোর্ট নির্মাণ করতে কার্বন ফাইবার ব্যবহার করার পাশাপাশি নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের জন্য মূল কাঠামোতে সোলার সেলও সংযুক্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *