এমি অ্যাওয়ার্ড পেলেন ‘স্কুইড গেম’ সিরিজের নায়ক

বিনোদন ডেস্ক :
টেলিভিশন জগতের সবচেয়ে সম্মানসূচক পুরস্কার ‘এমি’। এবার এই পুরস্কার পেলেন কোরিয়ান অভিনেতা লি জং জে। এবারই প্রথম ইংরেজি নয়, অন্য ভাষায় কাজ করে কোনও অভিনেতা সেরার শিরোপা জিতলেন।

এবারের ৭৪তম বার্ষিক টেলিভিশন ‌অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে ‘স্কুইড গেম’ সিরিজের অভিনেতা লি জং জে পেলেন সেরার সম্মান। এই প্রথম এশিয়ার কোনও অভিনেতা এমন স্বীকৃতি পেলেন। সেই সঙ্গে কোরিয়ান শোবিজও পেল প্রথম এমি অ্যাওয়ার্ড।

গেল বছর নেটফ্লিক্সে মুক্তি পায় ‘স্কুইড গেইম’।  মাত্র ২৮ দিনের মাথায় কোরিয়ান ভাষার এ সিরিজ গোটা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। এক মাসেই প্রায় ১৬০ কোটি দর্শক সিরিজটি দেখে।

সিরিজের গল্পে দেখানো হয়েছে আর্থিক সমস্যায় ভুগছিলেন এমন কিছু খেলোয়াড় যোগ দেন ভয়াবহ সব নিয়মের খেলায়। আর এই খেলায় জিতলে পুরস্কার হিসেবে মিলবে ৪৫.৬ বিলিয়ন ডলার। আর এ খেলার একজন ৪৫৬ নাম্বার খেলোয়াড় ছিলেন লি জং জে-কে।

এমির মঞ্চে সেরা অভিনেতার মনোনয়নে ছিলেন জেসন বেটম্যান, ব্রায়ান কক্স, বব ওডেক্রিক, অ্যাডাম স্কট, জেরেমি স্ট্রং-এর মতো অভিনেতারা। তাদের পেছনে ফেলে সেরার তকমা পেলেন লি।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *