পুরোনো ছন্দ ফিরে ফেতে লড়াই করছিলেন লম্বা সময় ধরে। নিজেকে শান্ত রাখতে মাঝে বিরতিও নিয়েছেন বিরাট কোহলি। ব্যাট ছুঁয়ে দেখেননি এক মাস। অবশেষে কোহলির এই লড়াই পেল পূর্ণতা। এশিয়া কাপের মঞ্চে এসে ফর্ম খরা কাটিয়ে সেঞ্চুরির দেখা পেলেন তিনি। ১০২০ দিন পর কোহলি ভাসলেন সেঞ্চুরির উচ্ছ্বাসে।
এই সাফল্যের পেছনে স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মার ভূমিকার কথা জানিয়েছেন কোহলি। ম্যাচ শেষে নিজের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি উৎসর্গ করেছেন স্ত্রীকে। ফর্মে ফেরা কোহলিকে দেখে স্বস্তিতে ক্রিকেট ভক্তরা থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধারাও। পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতারও প্রশংসায় ভাসিয়েছেন। কোহলিকে তিনি ‘লৌহমানব’ আর আনুশকাকে ‘লৌহমানবী’ বলে আখ্যা দিয়েছেন।
গত বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে সেঞ্চুরির দেখা পান কোহলি। আফগান পেসার ফরিদ আহমাদের পরপর দুই বলে চার-ছক্কা মেরে ৯০ থেকে ৫২ বলে শতকের ঘরে যান সাবেক ভারতীয় তারকা।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় তিন বছর পর তিন অঙ্কের স্বাদ পেলেন ভারতীয় ব্যাটসম্যান। আর টি-টোয়েন্টিতে পেলেন প্রথমবার। এর আগে সবশেষ তিনি সেঞ্চুরি করতে পেরেছিলেন ২০১৯ সালের নভেম্বরে। কলকাতায় সেটি ছিল বাংলাদেশের বিপক্ষে টেস্টে।
টি-টোয়েন্টিতে ক্যারিয়ার ইনিংস উপহার দেওয়া কোহলি ওইদিন খেলেন ১২২ রানের অপরাজিত ইনিংস। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১২টি বাউন্ডারি ও ছয়টি ছক্কা দিয়ে। তাতে ভারত পায় ২০০ ছাড়ানো সংগ্রহ। যা দিয়ে আফগানিস্তানের বিপক্ষে ১০১ রানের জয় পায় ভারত।
কোহলি-আনুশকার প্রশংসা করে শোয়েব আখতার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘বিরাট কোহলি পুরস্কার বিতরণী আয়োজনে বলেছে তার সবচেয়ে খারাপ অবস্থা দেখেছে আনুশকা, প্রেরণা দিয়েছে, সাহস দিয়েছে। কোহলি তার স্ত্রীকে নিয়ে বলেছে। আনুশকাকে অভিনন্দন। আসলেই দারুণ। তুমি একজন লৌহমানবী, সে (বিরাট) একজন একজন লৌহমানব। প্রত্যেক পুরুষের সাফল্যের পেছনে একজন নারী থাকে। ‘
পাকিস্তানি তারকা আরও বলেছেন, ‘কোহলি মনবল অনেক শক্ত, তোমাকে অভিনন্দন। ছুটে যাও। মানুষ হিসেবেও তুমি খুব ভালো। তুমি বরাবরই সত্যের পক্ষে। এজন্যই তোমার সঙ্গে খারাপ কিছু হয়নি। ক্রিকেট ইতিহাসের সবসময়ের সেরা খেলোয়াড় হিসেবে তোমাকে মনে রাখবে সবাই। পাকিস্তানেও তোমার ভক্ত আছে বিরাট। তারা সবাই তোমাকে উৎসাহ দিয়েছে, যেন তুমি মাঠে গিয়ে অনেক অনেক সেঞ্চুরি পাও। তুমি, তোমার স্ত্রী, মা সবাইকে শুভকামনা। এখন উদযাপনের সময়।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply