স্পোর্টস ডেস্ক :
এশিয়া কাপের ১৫তম আসরের শিরোপার লড়াইয়ে আগামীকাল মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। কাল বাংলাদেশ সময় রাত ৮টায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে শক্তিশালী দল দু’টি। ট্রফি জয়ের স্বপ্নে বিভোর বাবরের এরই মধ্যে ফাইনাল নিয়ে মুখ খুলেছেন।
তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে ফাইনালে কোনো দলকে নেতৃত্ব দেওয়া দারুণ কিছু। ট্রফি জয় থেকে পাকিস্তান এখন মাত্র এক পা দূরে আছি। সব অধিনায়ক এবং সব দলই চায় ট্রফি জিততে। দল হিসেবে আগামীকাল আমাদের লক্ষ্য ভালো পারফর্ম করা এবং ট্রফি জেতা।’
উল্লেখ্য, গত বিশ্বকাপে দুবাইতে দুর্দান্ত খেলার পরও পাকিস্তানকে বিদায় নিতে হয়েছে সেমিফাইনাল থেকে। বছর না ফিরতেই এবার বাবররা এশিয়া কাপের ফাইনালে। ট্রফি জিততে পারলে এটি হবে এখন পর্যন্ত বাবরের সবচেয়ে বড় অর্জন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply