অবশেষে দুই ফাইনালিস্ট পেয়ে গেল এবারের ইউএস ওপেন। আজ শনিবার শেষ চারের লড়াইয়ে আমেরিকার ফ্রান্সেস টিয়াফোকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন স্পেনের কার্লোস আলকারাজ। এটাই প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা স্প্যানিশ তারকার।
অন্যদিকে ফাইনালে আরেক প্রতিপক্ষ হলো স্পেনেরই ক্যাসপার রুড। চলতি বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও উঠেছিলেন তিনি। তবে সেখানে শিরোপা ছোঁয়া হয়নি। এবার তিনি উঠলেন ইউএস ওপেনের ফাইনালে। এবারের ইউএস ওপেনের মঞ্চে দুই তরুণের সামনেই সমান সুযোগ প্রথমবারের মতো ইউএস ওপেনের জেতার।
সেমিফাইনালে টিয়াফোর বিরুদ্ধে পাঁচ সেটের লড়াইয়ে ৬-৭ (৬-৮), ৬-৩, ৬-১, ৬-৭ (৫-৭), ৬-৩ গেমে জয় পান আলকারাজ। পাঁচ সেটে দুজনে মিলে লড়েন মোট ৪ ঘণ্টা ১৮ মিনিট। অন্যদিকে রুড জেতেন চার সেটে। তিনি জয় পান ৭-৬, ৬-২, ৫-৭ এবং ৬-২ ব্যবধানে।
আগামীকাল দিবাগত রাত ২টায় হবে ইউএস ওপেনের ফাইনাল লড়াই। এদিন শিরোপার জন্য লড়বেন কার্লোস আলকারাজ ও ক্যাসপার রুড।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply