লাইফস্টাইল ডেস্ক :
আজ শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এ দিনটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, এক নজরে জেনে নিই, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
৪৪ – মিসরের ফারাও সপ্তম ক্লিওপেট্রা তার ছেলে পঞ্চদশ টলেমি সিজারিয়নকে সহকারী শাসক হিসেবে ঘোষণা করেন।
৩১ – রোমান গৃহযুদ্ধে গ্রিসের পশ্চিম উপকূলের অ্যাক্টিয়ামের যুদ্ধে অক্টোভিয়ান মার্ক আন্টনি ও ক্লিওপেট্রার সেনাদের পরাস্ত করেন।
১৬৪৯ – ইতালির ক্যাস্টো শহর পোপ দশম ইন্নোসেন্টের সেনাদের দ্বারা সম্পূর্ণভাবে ধ্বংস হয়।
১৬৬৬ – লন্ডনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ হাজার বাড়ি পুড়ে যায় (সেন্ট পলের ক্যাথেড্রালসহ)। এই অগ্নিকাণ্ড প্রায় তিন দিন ধরে চলে।
১৭৫২ – যুক্তরাজ্য গ্রেগারিয়ান দিনপঞ্জি গ্রহণ করে নেয়।
১৭৯২ – ফরাসি বিপ্লবের সময় বিপ্লবীরা তিনজন রোমান ক্যাথলিক বিশপ ও প্রায় ২০০ পুরোহিতকে হত্যা করে। এই ঘটনা সেপ্টেম্বর গণহত্যা নামে পরিচিত।
১৮০১ – ফ্রান্সের বিরুদ্ধে ওসমানীয় ও ব্রিটিশ সেনাদের ব্যাপক যুদ্ধের পর অবশেষে ফরাসি বাহিনী পরাজিত হয়ে মিসর ত্যাগ করতে বাধ্য হয়।
১৮৭০ – ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধ: সেদানের যুদ্ধে প্রুশিয়া ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ও তার ১ লাখ সেনা বন্দি করে।
১৯১৪ – রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে রাখা হয় পেট্রোগার্ড।
১৯৩৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে যুদ্ধের সূচনা করে।
১৯৩৯ – ব্রিটেনে ১৯ থেকে ৪১ বছর বয়সী পুরুষদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়।
১৯৪৫ – ভিয়েতনাম ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৪৫ – পরাজয় মেনে নিয়ে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়।
১৯৪৯ – জাপানি আক্রমণে চীনের চান-কিঙ-এ ১ হাজার ৭০০ জন নিহত হন।
১৯৫৮ – চীনের প্রথম টেলিভিশন স্টেশন পিকিং-এ চালু হয়।
১৯৭০ – নাসা দুইটি অ্যাপোলো চন্দ্র অভিযান বাতিল ঘোষণা করে।
১৯৮১ – বেলিজ স্বাধীনতা লাভ করে।
১৯৮৫ – চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ভারতবর্ষের অনন্য চলচ্চিত্র কেন্দ্র নন্দন উদ্বোধন করেন।
১৯৯১ – যুক্তরাষ্ট্র এস্তেনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াকে স্বীকৃতি দেয়।
২০০৫ – চট্টগ্রামে চিলড্রেন ক্যানসার হোম উদ্বোধন হয়।
জন্ম:
১৫৪৮ – ভিন্সেঞ্জো স্কামজ্জি, ইতালিয়ান স্থপতি।
১৬৭৫ – উইলিয়াম সামারভিল, ইংরেজ কবি।
১৭৭৮ – লুই বোনাপার্ট, ফরাসি বংশোদ্ভূত ডাচ রাজা।
১৮১০ – উইলিয়াম সেমুর টেইলার, মার্কিন শিক্ষাবিদ ও ইতিহাসবিদ।
১৮৫৩ – ফ্রেডরিখ উইলহেল্ম অসওয়াল্ড, নোবেল বিজয়ী জার্মান রসায়নবিদ।
১৮৭৭ – ফ্রেডেরিক সডি, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ।
১৮৯৪ – জোসেফ রথ, অস্ট্রীয় সাংবাদিক ও লেখক।
১৯১৩ – বিল সাঙ্কলয়, স্কটিশ ফুটবলার ও ম্যানেজার।
১৯২৩ – রেনে থম, ফরাসি গণিতবিদ।
১৯৩৩ – ম্যাথিইয়েউ কেরেকোউ, লেবানিজ সেনা, রাজনীতিক ও প্রেসিডেন্ট।
১৯৩৮ – গিউলিয়ানো গেমা, ইতালিয়ান অভিনেতা।
১৯৪৮ – ক্রিস্টা মকাউলিফে, মার্কিন শিক্ষাবিদ ও মহাকাশচারী।
১৯৫২ – বেণী মাধব দাস, প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত, শিক্ষক ও দেশপ্রেমিক।
১৯৫২ – জিমি কনর্স, সাবেক মার্কিন টেনিস চ্যাম্পিয়ন।
১৯৬৭ – আন্ড্রেয়াস মোয়েলার, জার্মান সাবেক ফুটবলার ও ম্যানেজার।
১৯৭৭ – ফ্রেডেরিক কানোউটে, মালির সাবেক ফুটবলার।
১৯৮১ – ক্রিস ট্রেমলেট, ইংরেজ সাবেক ক্রিকেটার।
১৯৮২ – জোয়ি বার্টন, ইংরেজ সাবেক ফুটবলার।
১৯৮৮ – ইশান্ত শর্মা, ভারতীয় ক্রিকেটার।
১৯৮৮ – জাভি মার্টিনেজ, স্প্যানিশ ফুটবলার।
মৃত্যু:
০৪২১ – তৃতীয় কনস্টানটিয়াস, রোমান সম্রাট।
১৮২০ – জিয়াকিং, চীন সম্রাট।
১৮৬৫ – উইলিয়াম রোয়ান হ্যামিল্টন, আইরিশ গণিতবিদ ও বিজ্ঞানী।
১৯১০ – হেনরি রুশো, ফরাসি চিত্রশিল্পী।
১৯৩৩ – অনাথবন্ধু পাঁজা, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯৩৭ – পিয়ের ডে কউবেরটিন, ফরাসি ইতিহাসবিদ, শিক্ষাব্রতী ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাতা।
১৯৪৬ – প্রমথ চৌধুরী, বাংলা ভাষার সাহিত্যিক।
১৯৬৭ – ওস্তাদ আয়েত আলী খাঁ, উচ্চাঙ্গসংগীত শিল্পী।
১৯৬৯ – হো-চি-মিন, ভিয়েতনামের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
১৯৭৩ – জে. আর. আর. টলকিন, ইংরেজ ঔপন্যাসিক, ছোট গল্পকার, কবি ও ভাষাতত্ত্ববিদ।
১৯৯১ – আলফান্সো গার্সিয়া রোব্লেয়া, পুরস্কার বিজয়ী মেক্সিকান রাজনীতিবিদ ও কূটনীতিক।
১৯৯২ – বারবারা ম্যাকলিন্টক, নোবেল বিজয়ী মার্কিন জীববিজ্ঞানী।
১৯৯৭ – ভিক্টর ফ্রাঙ্কেল, অস্ট্রিয়ান নিউরোলজিস্ট।
২০০১ – ক্রিশ্চিয়ান বার্নার্ড, দক্ষিণ আফ্রিকান সার্জন ও শিক্ষাবিদ।
২০০৯ – ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী।
২০১৩ – রোনাল্ড কোসে, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ ও লেখক।
২০১৪ – নরম্যান গর্ডন, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
২০২১ – সিদ্ধার্থ শুক্লা, ভারতীয় অভিনেতা।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply