এশিয়া কাপ মানেই বাংলাদেশের জন্য হতাশার গল্প। এবারের আসরেও তাই দাঁড়াল। দারুণ ব্যাটিংয়ে বড় লক্ষ্য দিয়েও প্রতিপক্ষকে ঠেকাতে পারল না বাংলাদেশ। নো বল, ক্যাচ মিস আর বাজে ফিল্ডিংয়ের খেসারত হিসেবে হারতে হলো শ্রীলঙ্কার কাছে।
অনেকটা জেতা ম্যাচই প্রতিপক্ষকে উপহার দেওয়ার মতো হলো। শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। এমন হারের পর ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সেই সঙ্গে ভক্তদের এভাবেই পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্যালারিতে পুরো ম্যাচ জুড়েই বাংলাদেশকে সমর্থন জুগিয়েছেন ভক্তরা। তবুও দিন শেষে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদেরকে।
ভক্তদের এত হতাশা দেখে সাকিবেরও খারাপ লেগেছে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেছেন,’যে কোনো জায়গায় আমরা (সফরে) যাই, সব জায়গায় এই ধরনের সমর্থন পাই। সমর্থকদের জন্য ‘সরি’ অনুভব করতেই হয়। আমাদের ভালো-মন্দ সবসময় যেভাবে তারা আমাদের সমর্থন জোগান… আশা করি তারা এভাবেই আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব তাদেরকে কিছু উপহার দিতে।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply