অন্তর্জালজুড়ে ব্যাংকক ভ্রমণের ছবি। অনুসারীরা ভাবছিলেন, হয়তো অবকাশ যাপনে আছেন ঢালিউড ডিভা পূজা চেরি। কিন্তু না, ‘পরী’ হয়ে ব্যাংককে গেছেন নায়িকা।
‘পরী’ হয়ে পূজার ব্যাংককে যাওয়ার রহস্য এখনও যাঁরা ঠাহর করতে পারেননি, তাঁদের জন্য সহজ ভাষ্য—যে সিনেমার শুটে গেছেন পূজা, সেটির নাম ‘পরী’। দীপ্ত টেলিভিশনের ওয়েব ফিল্ম এটি। নাট্যনির্মাতা মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এই ফিল্মে পূজার নায়ক জোভান আহমেদ। সাজু মুনতাসিরের গল্পে এটির চিত্রনাট্য করেছেন রায়হান খান।
এনটিভি অনলাইনকে নির্মাতা মাহমুদুর রহমান হিমি শুটের এক ফাঁকে হোয়াটসঅ্যাপে বলছিলেন, ‘আজ তৃতীয় দিনের শুট চলছে, আগামী পাঁচ তারিখে দেশে ফিরে আমরা দেশে শুট করব।’
গল্প প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, ‘একজন পরীর গল্প। বাকিটা বলা যাবে না এখনই।’
নির্মাতা গল্প না জানালেও আভাস দিয়েছেন নায়িকা পূজা চেরি। জানিয়েছেন, সিনেমায় তিনি একজন বার ড্যান্সার, যাঁকে বাংলাদেশ থেকে পাচার করে ব্যাংককে নিয়ে যাওয়া হয় এবং কৌশলে সে দেশে ফিরে আসার চেষ্টা চালাতে থাকে।
‘পরী’ ওয়েব ফিল্মে দেখা মিলবে তারিক আনাম খানসহ বেশ কিছু তারকার।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply